Categories
শিরোনাম

ইজতেমায় বাস দিয়ে মন খারাপ ডিপজলের

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। লাখ লাখ বিদেশি ছাড়াও দেশের ৩২টি জেলার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেবেন। এরই মধ্যে বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইজতেমার যাত্রীদের আসা-যাওয়ার জন্য চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে ৫০টি বাস দেবেন এবং সেটা বিনামূল্যে।

এ বিষয়ে ডিপজল এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি ইজতেমায় ৫০টি বাস দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আল্লাহ অনেক মানুষকে অনেক কিছুই দিয়েছেন; কিন্তু তা মানুষের কল্যাণে কতটা কাজে লাগে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার ৫০টি বাস দেশের ৩২টি জেলায় ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে আসবে এবং ইজতেমা শেষে সেখানে নামিয়ে দেবে। পথে যদি কারো কোনো সমস্যা হয়, তা হলে আমার বাসে লোক আছে, তাঁরা সেটি সমাধান করবেন।’

বাসের সংখ্যা নিয়ে মন খারাপ করে ডিপজল বলেন, ‘আমি কয়েক বছর ধরে বাসের ব্যবসা করছি। তখন থেকেই ইজতেমায় বাস দিয়ে আসছিলাম। কিন্তু আমার ব্যবসা দেখার লোক নেই, তাই বেশ কিছু বাস বিক্রি করে দিয়েছি। যে কারণে বেশি বাস দিতে পারিনি। তবে আমার এই ৫০টি বাস যেন সঠিকভাবে সার্ভিস দিতে পারে, আমি সে বিষয়ে লক্ষ রাখব।’ 

ডিপজল আরো বলেন, ‘আমি সব সময় ইজতেমায় অংশ নিই। এবারও যাব। আল্লাহ যদি তখন পর্যন্ত সুস্থ রাখেন। আপনারা জানেন আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম। এখন ভালো আছি। আমার জন্য আপনারা দোয়া করবেন।’

By Kamal Shahriar

Hi! I am Kamal Shahriar.

Leave a comment