Categories
Top News

একটু খানি ভালোবাসা


নতুন সকাল, নতুন একটি ভোর, নতুন দিনের প্রত্যাশা,
নতুনকে সঙ্গী করে, নতুন পথ চলার এক অদম্য আশা,
নতুন জীবনকে নতুন রূপে সাজিয়ে তোলার একটি নতুন শপথ,
সব কিছুতে নতুনের রঙ্গিন আভা বিচ্ছুরিত হোক।
আলোকিত হয়ে উঠুক চারিদিক নতুনের আগমনের আহবানে,
ভালো কিছু করার অকৃত্রিম ইচ্ছেতে, যাতে লুকিয়ে আছে শুভ কিছু।
আর এতো এতো নতুন কিছুর পিছনে লুকিয়ে আছে শুধু একটি মুখ,
শুধু একটি পবিত্র প্রচ্ছন্ন ছায়া, এক অপরিসীম ভালোবাসার মায়াবতী ছোঁয়া,
যার দেয়া উৎসাহ মনকে উদ্বেলিত করে তোলে এক অনাবিল আনন্দে, 
ভালোবাসার এ এক আত্মবিশ্বাসী বহিঃপ্রকাশ, 
যাতে লুকিয়ে আছে নিরবিচ্ছিন্ন অকৃত্রিম ভালোবাসার নির্ভরতার আশ্বাস। 

ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি, 
খুব বেশি ভালোবাসি মেয়েটিকে, নিজের সবটুকু দিয়ে ভালোবাসি, 
ভালোবাসি তার সব কিছু – হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সব সব সব…
প্রতি মুহূর্ত ভালোবাসি এই ভালোলাগার মেয়েটিকে, 
যে কিনা আমার সকল কাজের উৎসাহ, মনের জোড়, আমার বেঁচে থাকার শক্তি। 

ভালো থাকো ভালোবাসা (অকৃত্রিম), 
জীবনের প্রতি ক্ষেত্রে এভাবেই পাশে থেকো সবসময় আমার অনুপ্রেরণা হয়ে…