Categories
Top News

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা, ২০১৬

[সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা, ২০১৬ ডাউনলোড]

নির্দেশিকায় বলা হয়, বিশ্বে মোট জনসংখ্যার ৪২ শতাংশ ইন্টারনেট ব্যবহার করে। এর মধ্যে ২৯ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমের যুক্ত আছেন।
Categories
Top News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রাইভেট ১ম পর্বে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ১ম পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশন এর সময়সূচী বর্ধিত করা হয়েছে। বর্ধিত সময়সূচী অনুসারে ০৫/০৪/২০১৬ তারিখ থেকে ০৮/০৪/২০১৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন ফরম ডাউনলোড করে নির্ধারিত কলেজে জমা দিতে হবে।
শিক্ষার্থী প্রতি আবেদন ফি ৩০০ টাকা ও রেজিস্ট্রেশন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই কোর্সে রেজিস্ট্রেশন সম্পর্কিত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ

মাস্টার্স প্রাইভেট ১ম পর্বে রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী লিঙ্কসমূহঃ

[স্নাতকোত্তর ১ম পর্ব (প্রাইভেট) কোর্সে রেজিস্ট্রেশন এর বিজ্ঞপ্তির ডাউনলোড]

[মাস্টার্স প্রাইভেট ১ম পর্বের বিষয় তালিকা ও কোড নম্বর ডাউনলোড]

অনলাইনে রেজিস্ট্রেশন করতে এই লিঙ্কে ক্লিক করুন।

আবেদনের যোগ্যতাঃNU Private Masters part 1 Application Requirements
অনলাইনে আবেদনের নিয়মাবলী, সময়সূচী ও ধার্যকৃত ফিঃ
আবেদনের বর্ধিত সময়সূচীঃ  ০৫/০৪/২০১৬ তারিখ থেকে ০৮/০৪/২০১৬ তারিখ পর্যন্ত।
NU Private Masters 1st part Admission Process & Fees
ভর্তির সময়সূচীঃ
আবেদনের বর্ধিত সময়সূচীঃ  ০৫/০৪/২০১৬ তারিখ থেকে ০৮/০৪/২০১৬ তারিখ পর্যন্ত।
Private Masters 1st part Admission Schedule
বিষয় নির্বাচনঃPrivate masters part 1 Subject choice
শর্তাবলীঃPrivate Masters 1st Part Registration Conditions
প্রয়োজনীয় কাগজপত্রঃ Private Masters part 1 Registration Required Papers
কলেজ কর্তৃপক্ষের করণীয়ঃCollege Authority
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স প্রাইভেট ১ম পর্ব কোর্স চালু আছে যে সকল কলেজেঃ
Private masters 1st part College List
Categories
Top News

‘শিক্ষা আইন-২০১৬’ এর খসড়া প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

নোটবই-গাইড বই প্রকাশ ও পড়ানো এবং কোচিং সেন্টার পরিচালনা করলে জেল-জরিমানার বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রণয়ন করেছে সরকার।Education Ministry Of Bangladesh
কোচিং সেন্টার পরিচালনা করলে এমপিও (বেতন-ভাতাদির সরকারি অংশ) বাতিল এবং নোটবইয়ের জন্য অর্থদণ্ডসহ ছয় মাসের কারাদণ্ডের বিধান রেখে ওই আইনের খসড়ার ওপর মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া খসড়া আইনে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দিলে অর্থদণ্ড বা কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
শিক্ষা আইন, ২০১৬’র ওয়েবসাইটে প্রকাশ করে আগামী ১০ এপ্রিল পর্যন্ত ই-মেইলে (info@moedu.gov.bd, law_officer@ moedu.gov.bd) মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
তবে, আইনে প্রশ্নপত্র ফাঁসের সাজার বিষয়ে কিছু বলা হয়নি।

[‘শিক্ষা আইন-২০১৬’ এর খসড়া ডাউনলোড]

শিক্ষানীতি-২০১০’র আলোকে শিক্ষা আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে জানিয়ে খসড়ায় শিক্ষার চারটি স্তর রাখা হয়েছে।
খসড়ায় প্রাক-প্রাথমিক (৪ বছর থেকে ৬ বছর), প্রাথমিক (প্রাক-প্রাথমিক থেকে অষ্টম), মাধ্যমিক (নবম থেকে দ্বাদশ) এবং উচ্চশিক্ষা (দ্বাদশ শ্রেণি থেকে স্নাতক ও তদুর্ধ্ব) স্তরের মধ্যে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক এবং এই শিক্ষা শিশুর অধিকার হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নোট ও গাইড বইয়ের বিষয়ে খসড়ায় বলা আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে পাণ্ডুলিপির অনুমোদন নিয়ে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি বা প্রকাশক কেবলমাত্র সহায়ক শিক্ষা উপকরণ বা সহায়ক পুস্তক বা ডিজিটাল শিখন-শেখানো সামগ্রী প্রকাশ করতে পারবেন।
কোনো ধরনের নোটবই বা গাইড বই প্রকাশ করলে অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা ৬ মাসের কারাদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।
এছাড়া এনসিটিবির অনুমোদনহীন শিক্ষাক্রম ও পাঠ্যবই অনুসরণ করলে কিংবা কোচিং বাণিজ্য জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে এমপিও (বেতন ভাতাদির সরকারি অংশ) স্থগিত, কর্তন বা বাতিল করা হতে পারে।
শিক্ষার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নিয়ে খসড়ায় বলা হয়েছে, সরকার প্রাইভেট টিউশন ও কোচিং বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এই ধারা লঙ্ঘন করলে তিনি অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা ৬ মাসের জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
শারীরিক ও মানসিক শাস্তির বিষয়ে বলা আছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালীন মানসিক বা শারীরিক শাস্তি দেওয়া যাবে না। এটি লঙ্ঘন করলে তিনি অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা তিন মাসের কারাদন্ডে দণ্ডিত হবেন।
প্রাথমিক ও মাধ্যমিকে নির্ধারিত পাঠ্যবই না পয়ের বাইরে পড়ালে দুই লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল বা উভয় দণ্ড রাখা হয়েছে খসড়ায়।
প্রাথমিক ও ইবতেদায়িতে সাধারণ ও ইংরেজি মাধ্যমের স্কুল অনুমোদন ছাড়া চালালে তিন লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল বা উভয় দণ্ড ভোগ করতে হবে।
নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গঠন করার কথা বলা হয়েছে। আর প্রতিষ্ঠান পরিচালনার জন্য থাকবে কমিটি।
মাধ্যমিক স্তরেও বলা হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বা সংস্কৃতির পরিপন্থি বা ধর্মীয় অনুভূতিতে আগাত হানে এমন কার্যক্রম পরিচালনা করলে দুই লাখ টাকা জরিমানা বা ৬ মাসেসর জেল বা উভয় দণ্ড হবে।
খসড়ার উচ্চশিক্ষার অংশে বলা হয়েছে, কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য অনুমতি নিতে হবে। অন্যথায় ১০ লাখ টাকা জরিমানা বা ৫ বছর জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
অনুমতি ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় চালালে বা শাখা ক্যাম্পাস, স্ট্যাডি সেন্টার বা টিউটোরিয়াল কেন্দ্র স্থাপন করলে ৫ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড ভোগ করতে হবে। উচ্চ শিক্ষাস্তরে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বিধি দ্বারা নিয়োগ করতে হবে।
এছাড়া উপানুষ্ঠানিক শিক্ষা, ডিপ্লোমা, জীবনব্যাপী শিক্ষা, বয়স্ক শিক্ষা, নৈতিক শিক্ষা, বিশেষ চাহিদামূলক শিক্ষা (প্রতিবন্ধী বা অটিস্টিক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য) ব্যবস্থা রাখা হয়েছে।
খসড়ায় ‘জাতীয় শিক্ষা কমিশন’ গঠনের কথা বলা হয়েছে, যা সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রের সব নাগরিকের শিক্ষা অধিকার সংরক্ষণ, শিক্ষার মান উন্নয়ন ও নিয়ন্ত্রণে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার তত্ত্বাবধান ও শিক্ষার বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকারকে পরামর্শ ও সহযোগিতা দেবে।
ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানে শিক্ষার্থীর বেতন-ভাতা ফি পরিচালনা কমিটি নির্ধারণ করে সংশ্লিষ্ট বোর্ড থেকে অনুমোদন নেবে, অন্যথায় অতিরিক্ত ফি গ্রহণ করলে ৫ লাখ টাকা জরিমানা বা ১ বছর জেল বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।
সৌজন্যেঃ বাংলানিউজ
Categories
Top News

ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর প্রিলিমিনারি পরীক্ষা ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ তে প্রার্থীদের প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। আগামী ৬ এবং ৭ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের ২য় ধাপে লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে জানায় এনটিআরসিএ।
লিখিত পরীক্ষার পর উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল ঘোষণা করবে এনটিআরসিএ।
পরবর্তীতে শূন্য পদের চাহিদা নিয়ে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয়- এসব ক্যাটাগরিতে মেধা তালিকা তৈরি সে অনুযায়ী নিয়োগ দেবে এনটিআরসিএ।
এর আগে ত্রয়োদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ এর আবেদন প্রক্রিয়া ০৬ মার্চ ২০১৬ তারিখ বিকাল ৩টা থেকে শুরু হয়ে ৩ এপ্রিল ২০১৬ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।
চলুন জেনে নেওয়া যাক ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ সম্পর্কিত বিস্তারিত তথ্য…
আবেদনের শ্রেণি বিন্যাসঃ
• স্কুল পর্যায় বলতে সহকারী শিক্ষক, সহকারী মৌলভী, এবতেদায়ি প্রধান পদকে বুঝায়।
• স্কুল পর্যায়-২ বলতে জুনিয়র শিক্ষক, জুনিয়র মৌলভী ও এবতেদায়ি ক্বারী পদ বুঝায়।
• কলেজ পর্যায় বলতে প্রভাষক পদ বুঝায়।

এক নজরে ১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৬:

  • অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ৬ মার্চ ২০১৬ তারিখ বিকাল ৩টা।
  • অনলাইনে আবেদন ও আবেদনপত্র জমাদানের শেষ তারিখঃ ৩ এপ্রিল ২০১৬ তারিখ সন্ধ্যা ৬টা।
  • টেলিটক এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার সময়সীমাঃ ৬ এপ্রিল ২০১৬ তারিখ সন্ধ্যা ৬টা।
  • আবেদন ফিঃ ৩৫০/=
  • বিজ্ঞপ্তি ডাউনলোড।

সিলেবাসঃ স্কুল লেভেল সিলেবাস ডাউনলোড,  স্কুল লেভেল ২ সিলেবাস ডাউনলোডকলেজ লেভেল সিলেবাস ডাউনলোড

আবেদনের পদ্ধতিঃ 
• আবেদন করার জন্য ntrca.teletalk.com.bd ওয়েবসাইট ওপেন করতে হবে।
• প্রথমে পদ নির্বাচন করতে হবে।
• আবেদনের সময় লিখিত পরীক্ষার ঐচ্ছিক বিষয় ও পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে হবে ।
• তবে যেহেতু উপজেলা ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে সেহেতু কোন অবস্থায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করা যাবে না।
• ৩০০ বাই ৩০০ পিক্সেল আকারের রঙিন ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল আকারের স্ক্যান করা স্বাক্ষর আপলোড করতে হবে ।
• অনলাইন আবেদন ফরম নির্ভুলভাবে পূরণ করতে হবে।
• আবেদনপত্রে সাবমিটকৃত মোবাইল নম্বরটিতে পরবর্তীতে এসএমএস প্রেরণ করা হবে। এজন্য অবশ্যই মোবাইল নম্বরটি স্থায়ী ও ব্যবহার যোগ্য হতে হবে।
• আবেদনপত্র সাবমিটের পর দেওয়া হবে ইউজার আইডিসহ অ্যাপ্লিকেন্টস কপি। অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড ও করতে হবে।
• অ্যাপ্লিকেন্টস কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। নিয়োগের সময় প্রয়োজন হতে পারে।

১৩তম বেসরকারি শিক্ষক নিবন্ধন এর আবেদন করুন এখান থেকেঃ

http://ntrca.teletalk.com.bd/apply.php

অফিসিয়াল সাইট থেকে আবেদন করতে এখানে ক্লিক করুন
আবেদন ফি পরিশোধঃ 
আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস-এ পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার পর উক্ত আবেদন ফরমে প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে নিন্মের দুটি পদ্ধতিতে এসএমএস করতে হবে।
১ম এসএমএসঃ NTRCA user ID & send to 16222
ফিরতি এসএমএস এ PIN সহ ফিরতি একটি এসএমএস আসবে।
২য় এসএমএসঃ NTRCA Yes PIN & send 16222.
মোবাইলের ব্যালেন্স থেকে ৩৫০ টাকা কেটে ফিরতি এসএমএসে কেটে নিবে।
এসএমএস এর মাধ্যমে মাধ্যমে ইউজার আইডি / সিরিয়াল/ পিন নম্বর পুনরদ্ধার করার পদ্ধতিঃ
ইউজার আইডি জানা থাকলেঃ
 NTRCAHELPUSERUSER ID & send to 16222.
পিন নম্বর জানা থাকলেঃ
 NTRCAHELPPINPIN NO. & send to 16222.
প্রবেশপত্রঃ
• মোবাইলে এসএমএস-এ User ID এবং Password জানিয়ে দেওয়া হবে, পরবর্তী ধাপের জন্য এটি সংরক্ষণ করতে হবে। প্রাপ্ত User ID এবং Password ব্যবহার করে প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
• প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষার জন্য মোবাইলে এসএমএস পাওয়ার পর অনুরুপ ভাবে User ID এবং Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
• লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় ও স্থান এসএমএস-এর মাধ্যমে অবহিত করবে।
পরীক্ষার নিয়ম বা পদ্ধতিঃ
• প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে এমসিকিউ বা বহু নির্বাচনী পদ্ধতিতে, সময় ১ ঘণ্টা। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের প্রত্যেক অংশ থেকে ২৫টি করে প্রশ্ন আসবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য বরাদ্দ ১ নম্বর, প্রত্যেক ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫০ নম্বর। পাস করতে হলে কমপক্ষে ৪০ নম্বর পেতে হবে।
• প্রিলিমিনারি পরীক্ষা বিষয় ও নম্বর বন্টনঃ
০১ বাংলা-২৫
০২ ইংরেজী-২৫
০৩ সাধারণ গণিত-২৫
০৪ সাধারণ জ্ঞান-২৫
মোটঃ ১০০
প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচীঃ
স্কুল ও স্কুল ২ঃ ৬-৫-২০১৬, সময়: সকাল ১০টা থেকে ১১টা।
কলেজঃ ৭-৫-২০১৬, সময়: সকাল ১০টা থেকে ১১টা।
প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রসমূহঃ
• প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রে উল্লেখিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। কোন ভাবে পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা যাবেনা।
• মোট ২০টি জেলা শহর যশোর, খুলনা, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, বরিশাল, পটুয়াখালী, সিলেট ও রাঙ্গামাটিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের হার্ড কপি জমাদানঃ
• প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমে হার্ড কপি পাঠানোর তারিখ ও সময় জানানো হবে।
• নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে নিন্মের ঠিকানায় হার্ড কপি ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
• খামের ওপর ‘ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনপত্র’ লিখতে হবে।
প্রাপক,
জিপিও বক্স নম্বর-১০৩,
ঢাকা-১০০০
প্রয়োজনীয় কাগজপত্রসমূহঃ
• ডাউনলোডকৃত আবেদন কপি।
• শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।স্নাতক (পাস বা সম্মান) পর্যায়ের নম্বরপত্র।
• নাগরিকত্ব সনদ।
• জাতীয় পরিচয়পত্র।
• প্রশিক্ষণপ্রাপ্তদের প্রশিক্ষণ সনদ।
• সহকারী শিক্ষক পদে আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময় উল্লিখিত ঐচ্ছিক বিষয়ের সপক্ষে প্রমাণ হিসেবে স্নাতক পর্যায়ের প্রবেশপত্র।
লিখিত পরীক্ষার পদ্ধতিঃ
যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে । আবেদনের সময় প্রার্থীর নির্বাচিত ঐচ্ছিক বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। সময় ৩ ঘণ্টা। লিখিত পরীক্ষায়ও পাস নম্বর ৪০। প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার সিলেবাস পাওয়া যাবে ওয়েবসাইটে।
লিখিত পরীক্ষার সময়সূচীঃ
স্কুল ও স্কুল ২ঃ ১২-০৮-২০১৬ (শুক্রবার) সময়ঃ সকাল ০৯ টা – দুপুর ১২ টা।
কলেজঃ ১৩-০৮-২০১৬ (শনিবার) সময়ঃ সকাল ০৯ টা – দুপুর ১২ টা।
লিখিত পরীক্ষার কেন্দ্রসমূহঃ
খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, চট্রগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ
মৌখিক পরীক্ষার পদ্ধতিঃ
নম্বরের ভিত্তিতে মেধাতালিকা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের এসএমএসের মাধ্যমে সময় জানিয়ে দেওয়া হবে। নির্ধারিত তারিখে সঙ্গে আনতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে উপজেলা, জেলা ও জাতীয় মেধাতালিকা।
অন্যান্য তথ্যঃ
• শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
• আগে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
• পরীক্ষা সংক্রান্ত যাবতীয তথ্য-০২-৫৫১৬৭৪১৭, ০২-৫৫১৬৭৪১৮, ০২-৫৫১৬৭৪১৯ এবং ০২-৫৫১৬৭৪২১ নম্বর থেকে জানা যাবে।
উল্লেখ্য, বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়েগের জন্য ২০০৫ সাল থেকে এনটিআরসিএ এ পরীক্ষা নেওয়া শুরু করে।
আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হলেও দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নিচ্ছে এনটিআরসিএ।
Categories
Top News

প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন ও নৈতিকতা শিক্ষাদানের নির্দেশনা

শিশুকাল থেকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নৈতিকতা বিষয়ে শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
Ministry of Primary Education
বিদ্যালয়ের অ্যাসেম্বলি বা ক্লাস শুরুর আগে প্রথম ১০ মিনিট নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আলাপ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
০৩ এপ্রিল ২০১৬ তারিখ প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রে বলা হয়, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর আগে দৈনিক সমাবেশে (অ্যাসেম্বলি) জাতীয় সংগীত পরিবেশন ও দেশপ্রেমমূলক শপথ বাক্য পাঠ করার নির্দেশনা থাকা সত্ত্বেও তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। এতে দেশের ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে তোলা এবং প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন ব্যহত হচ্ছে। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নৈতিকতা কমিটির অনুষ্ঠিত সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  • প্রাথমিক বিদ্যালয়ের Assembly এর সময় অথবা প্রতিটি ক্লাশ শুরুর পূর্বে প্রথম ১০(দশ) মিনিট নৈতিকতা সম্পর্কে শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে হবে।
  • Parents day অনুষ্ঠানে নৈতিকতার বিষয়ে আলোচনা করতে হবে।
  • প্রতি শিফটের ক্লাশ শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন ও শপথ বাক্য পাঠ করা বাধ্যতামূলক করতে হবে।
উল্লেখিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

[পরিপত্রটি ডাউনলোড করুন]