Categories
Blogger Tips

Add Statistics Widget For Blogger/Blogspot !

While surfing and visiting to other blogs we have noticed that many of the bloggers use this statistics for their blogs. Some are also using Total Words in posts and total numbers of the words in comments. but I am going to talk about only total No of posts and total Number of comments.This Statistics Widget for Blogger showing total number of posts,total number of comments.
Follow These Step to Install this widget ::
Image result for statistics
1. Log in to your Blogger account
2. On your Blogger Dashboard, click on the “Layout” link as shown in the blow image
3. Click On “Add a Gadget” as displayed in the Below Image
4.Scroll down the list and find “HTML/ Javascript” and click on the “+” button
5.When we click on the “+” button it will open a window “Configure HTML/ Javascript”. Now Enter what ever you want as in title section “Blog Statistics” or “Blog Information” or “Blog Data” or any idea in your Mind.
6.In the content section, please copy & paste the following code:

function numberOfPosts(json) {
document.write(‘Total Posts: ’ + json.feed.openSearch$totalResults.$t + ‘
’);
}

function numberOfComments(json) {
document.write(‘Total Comments: ’ + json.feed.openSearch$totalResults.$t + ‘
’);
}

  • <script src="”http://yourblog.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments”>
  • Widgets for Blogger
    7. Now Don’t Forget To change “yourblog” With your blog address.
    8.Click on “Save” button at the bottom right hand corner and u r done :)

    Don’t Forget To Leave Your Valuable Comments

    Categories
    Lectures

    লেকচার ০৬= মঙ্গলকাব্য

    প্রশ্ন: মঙ্গলকাব্যের উপজীব্য কি ?
    উঃ ধর্মবিষয়ক আখ্যান। দেবদেবীর গুনগান মঙ্গলকাব্যর উপজীব্য। স্ত্রী দেবীদের প্রধান্য এবং মনসা ও
     চন্ডীই এদের মধ্যে গুরুত্বপূর্ণ।
    প্রশ্ন: মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ও কি কি?
    উঃ মঙ্গল কাব্য প্রধানতঃ দুপ্রকার। যথা- (ক) পৌরাণিক মঙ্গলকাব্য ও (খ) লৌকিক মঙ্গলকাব্য।
    প্রশ্ন: উল্লেখ্যযোগ্য পৌরাণিক মঙ্গলকাব্য কি কি?
    উঃ অন্নদামঙ্গল, কমলামঙ্গল, দূর্গামঙ্গল।
    প্রশ্ন: সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য ধারা কোনটি?
    উঃ মনসামঙ্গল।
    প্রশ্ন: সর্বাপেক্ষা জনপ্রিয় মনসামঙ্গল কাহিনী কোনটি?
    উঃ চাঁদ সাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনী।
    প্রশ্ন: মনসামঙ্গল কাব্য কোন দেবীর কাহিনী নিয়ে রচিত?
    উঃ দেবী মনসার কাহিনী।
    প্রশ্ন: মনসামঙ্গলের উল্লেখযোগ্য চরিত্র কি?
    উঃ মনসাদেবী, চাঁদ সুন্দর, বেহুলা, লক্ষ্মীন্দর।
    প্রশ্ন: মনসামঙ্গলের আদি কবি কে?
    উঃ কানা হরিদত্ত।
    প্রশ্ন: কোন রাজার সময় মনসা মঙ্গল কাব্য রচিত হয়?
    উঃ সুলতান হুসেন শাহের সময়ে।
    প্রশ্ন: মনসামঙ্গলের অন্যতম কবি নারায়ন দেবের জন্মস্থান কোথায়?
    উঃ বর্তমান কিশোরগঞ্জ জেলায়।
    প্রশ্ন: কবি নারায়ন দেবের কাব্যের নাম কি?
    উঃ পদ্মপুরাণ।
    প্রশ্ন: মনসামঙ্গলের অন্যতম কবি বিজয় গুপ্তের জন্ম স্থান কোথায়?
    উঃ বরিশাল জেলার বর্তমান গৈলা গ্রামে এবং প্রাচীন নাম ফুলশ্রী।
    প্রশ্ন: মনসা বিজয়কাব্যগ্রন্থের রচিয়তা কে?
    উঃ বিপ্রদাস পিপিলাই, ১৪৯৫ সালে প্রকাশিত হয়।
    প্রশ্ন: মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে কোন কবির বিশেষ খ্যাতি ছিল?
    উঃ দ্বিজ বংশীদাস।
    প্রশ্ন: দ্বিজ বংশীদাস কোথায় জন্মগ্রহন করেন?
    উঃ কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে।
    প্রশ্ন: মনসামঙ্গলের অন্যতম শ্রেষ্ঠ কবি ক্ষেমানন্দের উপাধি কি ছিল?
    উঃ কেতকা দাস।
    প্রশ্ন: চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম কি?
    উঃ মানিক দত্ত।
    প্রশ্ন: কোন শতকে চন্ডীমঙ্গল কাব্যর সর্বাধিক প্রসার ঘটে?
    উঃ ষোড়শ শতকে।
    প্রশ্ন: চন্ডীমঙ্গল কাব্যর রচনাকাল কত সময় পর্যন্ত বিস্তৃত?
    উঃ ষোড়শ থেকে আঠার শতক পর্যন্ত।
    প্রশ্ন: চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কে?
    উঃ কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী।
    প্রশ্ন: কবি মুকুন্দ রাম কোথায় জন্মগ্রহন করেন?
    উঃ বর্ধমান জেলার দামুন্যা গ্রামে।
    প্রশ্ন: কবি মুকুন্দ রাম কার সভাসদ ছিলেন?
    উঃ মেদিনীপুর জেলার অড়বা গ্রামের জমিদার রঘুনাথের।
    প্রশ্ন: মুকুন্দ রামকে কে কেন কবিকঙ্কনউপাধি দেন ?
    উঃ জমিদার রঘুনাথ শ্রী শ্রী চন্ডীমঙ্গল কাব্য রচনার জন্য।
    প্রশ্ন: মুকুন্দ রামের চন্ডীমঙ্গল কাব্যর অন্যান্য নাম কি কি?
    উঃ অভয়ামঙ্গল, অধিকামঙ্গল, গৌরিমঙ্গল, চন্ডীমঙ্গল, প্রভৃতি।
    প্রশ্ন: চন্ডীমঙ্গলের উল্লেখ্যযোগ্য কবির নাম কি?
    উঃ দ্বিজ রামদেব, মুক্তারাম সেন, হরিরাম, ভবানীশঙ্কর দাস, অকিঞ্চন চক্রবর্তী প্রমুখ।
    প্রশ্ন: ধর্মমঙ্গল কাব্যের কাহিনী কয়টি এবং কি কি?
    উঃ দুটি। যথাঃ (ক) রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং (খ) লাউসেনের কাহিনী।
    প্রশ্ন: ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে?
    উঃ ময়ূর ভট্ট।
    প্রশ্ন: হাকন্দপুরানকার রচিত কাব্য গ্রন্থ?
    উঃ ময়ূর ভট্ট।
    প্রশ্ন: শ্যাম পন্ডিত কে ছিলেন?
    উঃ ধর্মমঙ্গলের অন্যতম কবি।
    প্রশ্ন: নিরঞ্জন মঙ্গল কার কাব্য গ্রন্থের নাম?
    উঃ শ্যাম পন্ডিত।
    প্রশ্ন: সাবারিদ খান রচিত মঙ্গল কাব্যর নাম কি?
    উঃ বিদ্যাসুন্দর।
    প্রশ্ন: কবিরঞ্জনকোন কবির উপাধি?
    উঃ রাম প্রসাদ সেন।
    প্রশ্ন: রাম প্রসাদ সেনকে কে কবিরঞ্জনউপাধি প্রদান করেন?
    উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
    প্রশ্ন: রাম প্রসাদ সেনের কাব্য গ্রন্থের নাম কি?
    উঃ কবিরঞ্জন।
    প্রশ্ন: অষ্টাদশ শতক বা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হিসেবে কোন কবি সুপরিচিত?
    উঃ ভারতচন্দ্র রায় গুনাকর।
    প্রশ্ন: অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের রচয়িতা কে?
    উঃ ভারত চন্দ্র।
    প্রশ্ন: ভারতচন্দ্র কে কে রায় গুণাকরউপাধি প্রদান করেন?
    উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
    প্রশ্ন: ভারতচন্দ্র কার সভাকবি ছিলেন?
    উঃ নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র।
    প্রশ্ন: ভারত চন্দ্র রায় রচিত মঙ্গল কাব্যর নাম কি?
    উঃ অন্নদামঙ্গল কাব্য।
    প্রশ্ন: ভারতচন্দ্র রায় গুণাকরের জন্মস্থান কোথায়?
    উঃ হাওড়া জেলার পেঁড়ো (পান্তুয়া) গ্রামে।
    প্রশ্ন: কোন কবির জীবানাবসানের মাধ্যমে মধ্যযুগের অবসান হয়েছে?
    উঃ কবি ভারত চন্দ্র রায় গুনাকর
    Categories
    Lectures

    লেকচার ০৫= বৈষ্ণব পদাবলী

    প্রশ্ন: বৈষ্ণব সাহিত্য কি?
    উঃ বৈঞ্চব মতকে কেন্দ্র করে রচিত সাহিত্যকে।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যর সূচনা ঘটে কবে?
    উঃ চর্তুদশ শতকে।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ কাল কখন?
    উঃ ষোড়শ শতকে।
    প্রশ্ন: শাক্ত পদাবলী কোন শতকের সাহিত্য ছিল?
    উঃ আঠারো শতক।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের আদি কবি কে কে?
    উঃ বিদ্যাপতি ও চন্ডীদাশ।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের চতুষ্টয় কে কে?
    উঃ বিদ্যাপতি, চন্ডীদাস, জ্ঞানদাস ও গোবিন্দ দাস।
    প্রশ্ন: বিদ্যাপতি ও চন্ডীদাশ কোন শতকের কবি?
    উঃ চর্তুদশ শতক।
    প্রশ্ন: জ্ঞানদাস ও গোবিন্দ দাস কোন শতকের কবি?
    উঃ ষোড়শ শতক।
    প্রশ্ন: বিদ্যাপতি কোন ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন?
    উঃ ব্রজবুলী ভাষায়।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবালী সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে কে?
    উঃ বিদ্যাপতি, চন্ডী দাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, যশোরাজ খান, চাঁদকাজী, রামচন্দ বসু, বলরাম দাস, নরহরি দাস
    বৃন্দাবন দাস, বংশীবদন, বাসুদেব, অনন্ত দাস, লোচন দাস, শেখ কবির, সৈয়দ সুলতান, আলাওল, দীন চন্ডীদাস, চন্দ্রশেখর
    হরিদাস, শিবরাম, করম আলী, পীর মুহম্মদ, হীরামনি, ভবানন্দ প্রমুখ।হরহরি সরকার, ফতেহ পরমানন্দ, ঘনশ্যাম দাশ
    গয়াস খান ।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবলী সাহিত্যের উল্লেখযোগ্য মুসলিম কবি কে কে?
    উঃ আলাওল, সৈয়দ সুলতান, আকবর, ফয়জুল্লাহ, ্আফজল, সালেহ বেগ, নাসির মাহমুদ, সৈয়দ আইনুদ্দীন, গয়াস
     খান, ফাজিল, নাসির মহম্মদ, আলীরজা, করম আলী।
    প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন কি কি?
    উঃ রাধাকৃষ্ণের প্রেমলীলা।
    প্রশ্ন: অধিকাংশ বৈষ্ণব পদাবলী কোন ভাষায় রচিত হয়েছে?
    উঃ ব্রজবূলী ভাষায়।
    প্রশ্ন: শাক্ত পদাবলীর উল্লেখ্যযোগ্য কবি কে কে?
    উঃ রামপ্রসাদ সেন, রাজা কৃষ্ণচন্দ্র, আলীরজা, কমলাকান্ত, নন্দকুমার প্রমুখ
    Categories
    Lectures

    লেকচার ০৪= লোক সাহিত্য


    প্রশ্ন: বাংলা সাহিত্যের শেকড় সন্ধানী সাহিত্য কি? উঃ লোকসাহিত্য।
    প্রশ্ন: লোক সাহিত্যের প্রাচীনতম সৃস্টি কি? উঃ ছড়া ও ধাঁ ধাঁ ।
    প্রশ্ন: Folklore society এর কাজ কি? উঃ লোকসাহিত্য চর্চা ও সংরক্ষন।
    প্রশ্ন: মহুয়া পালা কোন কাহিনী নিয়ে রচিত? উঃ বেদের এক অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সাথে বামনকান্দার জমিদার ব্রাহ্মন যুবক নদের চাঁদের প্রনয় কাহিনী।
    প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকার অর্ন্তগত উল্লেখযোগ্য গীতিকাগুলো কি কি ? উঃ মহুয়া, চন্দ্রাবতী, কাজল রেখা, দেওয়ানা মদিনা প্রভৃতি।
    প্রশ্ন: দেওয়ানা মদিনা পালাটির রচয়িতা কে? উঃ মনসুর বয়াতি।
    প্রশ্ন: বাংলাদেশ থেকে সংগৃহিত লোক গীতিকা কয়ভাগে বিভক্ত? উঃ ৩ ভাগে। নাথ-গীতিকা, মৈয়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা।
    প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকা বিশ্বের কয়টি ভাষায় অনুদিত হয়েছে? উঃ ২৩ টি।
    প্রশ্ন: মৈয়মনসিংহ গীতিকার রচয়িতা কে? উঃ ড. দীনেশ চন্দ্র সেন।
    প্রশ্ন: মৈয়সনসিংহ গীতিকা কত সালে প্রথম প্রকাশিত হয়? উঃ ১৯২৩ সালে।
    প্রশ্ন: পদ বা পদাবলী বলতে কি বুঝায়? উঃ পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
    Categories
    Lectures

    লেকচার ০৩= প্রাচীন সাহিত্যে ধারা

    প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রধান প্রধান সাহিত্য ধারা কি কি?
    উঃ গীতিকবিতা, মহাকাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, পত্র সাহিত্য, জীবনী সাহিত্য ইত্যাদি।
    প্রশ্ন: মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কি কি ?
    উঃ বৈঞ্চব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য ইত্যাদি।
    প্রশ্ন: আধুনিক যুগের সাহিত্য ধারা কি কি ?
    উঃ মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস,নাটক, ছোটগল্প, প্রহসন,প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্র সাহিত্য, গীতিনাট্য ইত্যাদি